ভালো জপ ভগবানের সঙ্গে আমাদের হারানো সম্পর্কের পুনঃস্থাপনের মাধ্যম
----"কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বর্হিমুখ,অতএব মায়া তারে দেয় সংসার আদি দুখ"...
..."নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে",যখনি আমরা কৃষ্ণকে ভুলে যাই,তখনি মায়া আমাদের জাপটে ধরে...
মায়া যখন জাপটে ধরে,তখন দুঃখ ছাড়া আর কি হতে পারে?
যখন কৃষ্ণ জাপটে ধরে তখন আনন্দ ছাড়া আর কি হতে পারে?
বৃহৎভাগবতামৃতে কিভাবে,গোপকুমারকে কৃষ্ণ জাপটে ধরেছিলো.,আলিঙ্গন করেছিলো..,সেই আনন্দ আর মায়া জাপটে ধরে এই দুঃখ, কি তুলনা হয়...?.আনন্দের তুলনা হয়না,আর দুঃখের শেষ নেই...
আমরা ইচ্ছাকৃতভাবে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক,সেইটাকে ভুলে একটা স্বতন্ত্র জীবন, শুরু করলাম...না,কৃষ্ণ কেউ না,কৃষ্ণ আমার কেউ না..
প্রকৃতপক্ষে জীবের কৃষ্ণ মাতা,কৃষ্ণ পিতা,কৃষ্ণ ধন-প্রান...
কৃষ্ণই সবকিছু..কিন্তু মায়ার প্রভাবে,আমরা ভাবলাম,কৃষ্ণ আমার প্রকৃ্ত বন্ধু না,এই মন ই আমার প্রকৃত বন্ধু..,অহংকার ই আমার প্রকৃতবন্ধু.,এই দেহই আমার সবকিছু..
আমরা জপ যে করছি,এই জপের মাধ্যমেই চেষ্টা করছি,কৃষ্ণের সঙ্গে আমাদের যে হারানো সম্পর্ক সেইটাকে পুনঃস্থাপন করার জন্য..
আমাদের ভগবানের সঙ্গে আমাদের হারানো সম্পর্ককে স্থাপন করতে পারবো সেইটা নির্ভর করছে,জপের উপর,আমাদের সাধনার উপর..
ভক্তিযোগ অভ্যাসের মাধ্যমে,সেইটা প্রকাশ পায় আমাদের গুনগত মান কেমন হবে..
যখন মা রান্না করে তার সন্তানদের জন্য,তার গুনগত মান কেমন আর বাইরের খাবার,সেইটা কেমন..,পার্থক্যটা হচ্ছে "চেতনার"....
বাইরের খাবার তারা রান্না করছে,ব্যবসার জন্য,অর্থ উপার্জনের জন্য..,কতটা আপনাকে ঠকিয়ে তা দিবে,সেইটা চিন্তা করে...
পরিবেশন করার চেতনা,রান্না করার চেতনা,সেবা করার ভাবনা,..
তাই আমরা যে জপ করছি,তা কেমন জপ করছি..,প্রতারণার জপ নাকি করতে হয় বলে করছি,যান্ত্রিক জপ,না সত্যিকারের হৃদয় দিয়ে ভগবানের সঙ্গে আমাদের হারানো সম্পর্ককে পুনঃস্থাপন করার জপ...
ভগবান কিন্তু চায়,যে আমরা উনার কাছে ফিরে যাই,উনার সাথে আমাদের যে নিত্য সম্পর্ক তা পুনঃস্থাপন হোক..
উনি যদি ওইটা না চাইতেন,তাহলে বারবার উনি আসতেন না,উনি মহাপ্রভু রুপে আসতেন না,,বা প্রভুপাদকে পাঠাতেন না...
উনি গুরুবর্গকে পাঠাতেন না..
উনি নিজে আসা,প্রভুপাদকে পাঠানো,গুরুবর্গকে পাঠানো,এইটাই তো বুঝাই,যে উনি চায় যে উনার সঙ্গে আমাদের যে হারানো সম্পর্কটা তা পুনঃস্থাপন হোক,আমরা নিত্য সম্পর্কে উনার কাছে পৌছাই..
উদাহরণস্বরুপ যখন কোন পরিবারে ভুল বুঝাবুঝি হয় ভাই-বোনের মধ্যে,বন্ধুর মধ্যে,যদি ভুল বুঝাবুঝি হয় তাহলে এক সাথে থেকেও কিন্তু একে অপরের সাথে কথা বলে না,
সেই সম্পর্ককে পুনঃস্থাপন করার জন্য আরো বেশি পরিশ্রম করতে হয়..
কারন আগে একটা সন্দেহ হয়ে গেছে,সেই সন্দেহকে দূরীভূত করার জন্য,আমাদেরকে ঐকান্তিক প্রয়াস করতে হবে...
ভগবানের দিক থেকে,কোন ত্রুটি উনি রাখেন নি,উনার দিক থেকে যা যা প্রয়োজন,উনি কিন্তু সব দিয়েছেন আমাদেরকে..
একটু চিন্তা করো.
মহাপ্রভু নিজে আসলেন,আচার্যবর্গকে পাঠালেন...প্রায় বাড়ির পাশে পাশে মন্দির করে দিলেন..
ধাম দিয়েছেন,মহাপ্রসাদ দিয়েছেন,কীর্তন দিয়েছেন,গ্রন্থ দিয়েছেন,কি দেন নি...
তো ভগবানের দিক থেকে আমাদের উনার সঙ্গে সুসম্পর্ক গঠন করার জন্য,যাবতীয় যা কিছু দরকার উনি সব দিয়েছেন....লকডাউনেও
সাধুসঙ্গে জপের ব্যবস্থা দিয়েছেন...
ইংরেজিতে একটা কথা আছে,"Ball is in your coat"..
তো ভগবান যাবতীয় যা যা প্রয়োজন আমাদের ভগবতভক্তিতে উন্নতির জন্য,উনার সঙ্গে আমাদের যে হারানো সম্পর্ক সেইটাকে পুনঃস্থাপন করার জন্য যা যা দরকার ভগবান আমাদের তা তা দিয়েছেন..
এখন আমরা কি করবো,তার দিকে ভগবান তাকিয়ে আছেন..
"যে আমিতো সব দিলাম একে,সে এখন কি কি করে আমি দেখি"
আমরা কতটা প্রয়াস করছি,কতটা সচেতন ভাবে আপ্রান চেষ্টা করছি,জপ করার জন্য,মন প্রান দিয়ে জপ করার জন্য...
প্রভুপাদ একটি উদাহরণ দিয়েছেন যে,যখন একটি ছোট শিশু ঘুমায়,ওর শরীর খারাপ,ঔষধ খাওয়ার দরকার...
,ওকে ডাকছে,ঔষধ খাওয়ার জন্য..কিন্তু সে উঠছে না,তাই মাঝেমধ্যে বাবা মা,বাচ্চাকে চিমটি কেটে উঠায়...
এখন ওই চিমটিটা কিন্তু কস্ট দেয়ার জন্য না..
ওই চিমটিটা ওকে সুস্থ করার জন্য..ওকে ভালো করার জন্য...
আমরা কিন্তু সবাই ওই চিমটিটা খাচ্ছি...
এই জড়জগতের বিভিন্ন দুঃখ-কস্টে আমরা রয়েছি...
এবং ছোট বাচ্চা থেকে বৃদ্ধ ব্যক্তি সবাই কিন্তু "আমি আর পারছি না" এই শব্দটা ব্যবহার করে,কস্ট সহ্য করতে না পেরে..,"যে কস্ট দিচ্ছো আমি আর পারছি না,"তা ৭০ বছরের বাচ্চা বা ১০ বছরের বাচ্চাও বলে..
সত্যিকারের আমরা যদি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃস্থাপন করতে চাই,সত্যিকারের আমরা যদি এই জড়জগতের বন্ধন থেকে নিস্তার পেতে চাই,সেইটাকে প্রকাশ করতে হবে ভালো জপ করার মাধ্যমে..
কার্যের মাধ্যমে প্রকাশ করো,যে কৃষ্ণ আমি তোমাকে চাই..,আমি তোমাকে ভালোবাসতে চাই,আমি তোমাকেই পেতে চাই..
এইটা ভালো জপের মাধ্যমে প্রকাশ করতে হবে..
ভগবান আমাদের সবকিছু দিয়েছেন,আধ্যাত্মিক উন্নতি করার জন্য..এখন সেই সুযোগ সুবিধা নিয়ে, আমরা কিভাবে চলবো,কত গুরুত্বের সহকারে আমরা গ্রহণ করবো,সেইটাই দেখার....
সনাতন ধর্ম সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-
আরো পড়ুন.....
আমাদের সমস্ত দুঃখের কারণ অজ্ঞনতা। সুতরাং জানতে হলে পড়তে হবে।
শ্রীমদ্ভগবদ্গীতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে মানব জীবনের গুরুত্বপূর্ণ তত্ত্বজিজ্ঞাসা প্রশ্ন-উত্তরে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
একাদশী ব্রত পালনের তাৎপর্য ও নিয়মাবলি এবং বছরের সব একাদশির মাহাত্ম্য সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
পূজা-পার্বনের তাৎপর্য ও মহিমা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
আরতি-উপসনা-প্রার্থনা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
সনাতন পারমার্থিক জ্ঞান সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
গুরুতত্ত্ব সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
অডিও ভিডিও ভজন-আরতি-নামকীর্তন শুনুন এবং ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করে...
0 Comments