মনুষ্য দেহের কথা আলোচনাঃ
আমাদের মনুষ্য শরীর তিন ভাগে বিভক্ত
১. শরীর
২.মন
৩.আত্মা
শরীরঃ আমরা রোজ স্নান করে শরীরকে পরিস্কার করি । ভাল কাপড় পরিধান করি এবং অনেক জিনিষ ব্যবহার করে রোজ অনেক খাবার ভোজন করি।
মনঃ মন অনেক জিনিসের কামনা করে আর সেই কামনাগুলি পূর্নও করে। মন রোজ মনরঞ্জন চায় , যেমন ,টিভি , মোবাইল , এর মত জিনিসের ব্যবহার করে । মনকে রোজ মনরঞ্জনের ভোজন দিই।
আত্মাঃ-আত্মার ভোজন হলো তার নিজের প্রভুর পূজা ও ধ্যান করা ।
আমরা কি আমাদের আত্মাকে রোজ পর্যাপ্ত পরিমানে ভোজন দিই ?
আমরা আধাঘন্টা বাএক ঘন্টাও প্রভুর ধ্যান করতে পারি না ।
কেন রোজ একটি রুটি খেয়ে আমাদের পেট ভরেনা ?
কেন মনরঞ্জন ছাড়া আমরা এক বিন্দুও থাকতে পারি না ?
শরীর ও মনকে আমরা সম্পূর্ণ খোরাক দিই , তাহলে আত্মাকে কেন দিতে পারি না ?
কেননা আমরা এই দুনিয়ার মায়া জালে আটকে গেছি। মায়াই আমাদের সব ভূলিয়ে রেখেছে । আর সেইজন্য আমরা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারছি না । তাই --মায়াকে কাটানো যায় ভগবান শ্রীকৃষ্ণের নাম ও ধ্যানের মাধ্যমে। আমরা যতো বেশি বেশি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও বিশ্বাস করবো, মায়াকে ততবেশি কাটাতে পারবো।
তাই আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও ধ্যান করি।।
এখন আপনি স্বয়ং ভাবুন??
হরেকৃষ্ণ
0 Comments