কলিযুগের মানুষদের ভগবানের নামে রুচি নেই কেন ?

 


কলিযুগের মানুষদের ভগবানের নামে রুচি নেই কেন ?

কলিযুগের মানুষদের ভগবানের নামে রুচি নেই কেন ?
এক সাধুবাবা সকলকে সৎপথে উপাৰ্জন করার পরামৰ্শ দিতেন । তার কাছে এক রাজা প্রায়ই আসা - যাওয়া করতেন । একদিন ওই রাজা সাধু বাবাজীকে জিজ্ঞাসা করলেন – ‘হে গুরুদেব ! আপনার এখানে বহুলোক আসে আর আপনিও বহুলোকের বাড়িতে ভিক্ষা করতে যান , বলুন তো এমন কোনো পরিবার দেখেছেন যেখানে সৎপথে উপাৰ্জন থেকে সংসার চলে ? ”
সাধুবাবা বললেন , “ অমুক জায়গায় এক বুড়িমা থাকে , তার ঘরের অন্ন সর্বতোভাবে শুদ্ধ । সে চরকায় সুতো পাকিয়ে তার জীবিকা নিৰ্বাহ করে । অৰ্থ নেই , খড় বিচালির কুঁড়েঘর , তবু তার পরের জিনিসে কোনো লাভ নেই । সে কারণে তার ঘরের অন্ন খুবই শুদ্ধ । ”
একথা শুনে রাজার মনে হল , যদি একদিন সেই বুড়ির ঘরের অন্ন কেমন স্বাদ ও মাহাত্ম্য তা খেতে পাই তাহলে বেশ হয় । রাজা একদিন নিজে ভিখারির বেশে বুড়ির কুঁড়েতে গিয়ে বললেন , “ মা ! কিছু ভিক্ষা পাব ? ”
বুড়ি ঘরের ভতর থেকে রুটি নিয়ে এসে বলল, 'নাও বাবা রুটি এনেছি খাও'। তখন রাজা বললেন , “ মা ! একটা কথা বলতো , এ রুটি শুদ্ধ তো ? এতে কোনো স্বত্ব - দোষ নেই তো ? ”
তখন বুড়ি বলল , “ দেখো বাবা ! কথা হচ্ছে যে , রুটিটা আমার পুরোপুরি শুদ্ধ নয় কিঞ্চিৎ অপরের স্বত্ব মিশে গেছে । একদিন রাত্ৰে একটা বিয়ের শোভাযাত্ৰা যাচ্ছিল । শোভাযাত্ৰায় যে গ্যাসবাতি জুলছিল তার আলোয় আমি সুতো কাটার কাজ করে নিয়েছিলাম । এইটুকু পরের স্বত্ব এর মধ্যে মিশে গেছে । এছাড়া আমার আয়ে আর কোনো অশুদ্ধি নেই ”।
রাজা খুব অবাক হলেন শুনে যে , ওইটুকু দোষের দিকেও বুড়ির কত সজাগ দৃষ্টি — অপরের ওই আলোয় আমার কী অধিকার যে আমি সেই আলোয় সুতো তৈরি করব ? আর আমি কত মানুষের দুঃখের ও শ্রমের টাকা কর হিসেবে জোর করে আদায় করি, আর সেই টাকায় কত আরাম আয়েশ করি, ধিক আমার রাজার পদ !
অপরের স্বত্ব যেন আমরা ভোগ না করি — এ বিষয়ে সকলের সতৰ্ক থাকা উচিত । সৎপথে স্ব-উপাৰ্জিত অন্নে মন পবিত্ৰ হয় , আর অসৎ পথ অৰ্থাৎ চুরি , বঞ্চনা প্রভৃতি অন্যায়ভাবে আৰ্জিত অন্ন গ্রহণ করলে মন-দেহ চরম কুলষিত হয় ।
এইজন্য কলিযুগে বেশীর ভাগ মানুষের মন কলুষিত, সেইজন্য তাদের ভগবানের নামে রুচি আসে না বরং জড় বাসনা ও অখাদ্য-কুখাদ্যে লোলুপ্য থাকে।। হরেকৃষ্ণ।।
আরো পড়ুন.....

আমাদের সমস্ত দুঃখের কারণ অজ্ঞনতা। সুতরাং জানতে হলে পড়তে হবে।

 

শ্রীমদ্ভগবদ্গীতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন


শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে  মানব জীবনের গুরুত্বপূর্ণ তত্ত্বজিজ্ঞাসা প্রশ্ন-উত্তরে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন

 একাদশী ব্রত পালনের তাৎপর্য ও নিয়মাবলি এবং বছরের সব একাদশির মাহাত্ম্য সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন

পূজা-পার্বনের তাৎপর্য ও মহিমা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

এখানে ক্লিক করুন

 

আরতি-উপসনা-প্রার্থনা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন



সনাতন পারমার্থিক জ্ঞান সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন

গুরুতত্ত্ব সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন


অডিও ভিডিও ভজন-আরতি-নামকীর্তন শুনুন এবং ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করে...

 এখানে ক্লিক করুন


 
 
সনাতন ধর্ম সম্পর্কে নিজে জানুন অন্যকে জানার ‍সুযোগ করে দিতে অবশ্যই সকলকে শেয়ার করুন..........................................

Post a Comment

0 Comments