
আজ তুলসী-শালগ্রাম বিবাহ তিথি। আজকের তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাঁর প্রেয়সী শ্রীমতী তুলসী মহারাণীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল।

শ্রীমতি বৃন্দাদেবী হলেন শ্রীধাম বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। তাঁর কৃপা হলে বৃন্দাবনে শ্রীরাধা-কৃষ্ণের নিত্য সেবার অধিকার লাভ হয়।

অভিরাম লীলামৃতে বলা হয়েছে, | বৃন্দা কৃপা হৈলে হয় বৃন্দাবন প্রাপ্তি প্রেম সেবা প্রাপ্তি হয় বৃন্দাবনে স্থিতি |

শ্রীকৃষ্ণপ্রেয়সী শ্রীমতী তুলসী মহারাণী এই জগতে লীলাবিলাসকালে বৃক্ষরূপে অবর্তীণ হয়েছেন, ঠিক তেমনি শ্রীনারায়ণ শালগ্রাম শিলারূপে এবং গঙ্গাদেবী নদীরূপে অবর্তীণ হয়েছেন। কিন্তু তাঁরা এই জগতে এই ভাবে বিরাজিত থাকলেও নিত্য বৈকুন্ঠে নিত্য স্বরূপে নিত্য বিরাজমান।

চিন্ময় বৃক্ষরূপে তুলসী দেবীকে পূজা করা, শ্রদ্ধা ও প্রণাম করা উচিত। যুগপৎ তিনি চিৎবৈকুন্ঠ ধামে নিত্য বিরাজিতা আছেন এবং ভগবানের নানাবিধ সেবাযত্ন করে চলেছেন। আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে জড় বুদ্ধির মাধ্যমে এই ভেদাভেদতত্ত্ব উপলব্ধি করা যায় না। "ন ভবেদ্ গ্রাহ্যমিন্দ্রিয়ৈঃ"
0 Comments