হরি নামের মহিমা

হরি নামের মহিমা
 
হরি নামের মহিমা
একদিন একজন অধার্মিক লোক একজন ধার্মিক লোককে বলছে, আচ্ছা! হরিনাম করলেও মানুষের মৃত্যু হয়, না করলেও মৃত্যু হয়। তাহলে করার চেয়ে না করায় ভাল।
এটা শুনে ধার্মিক লোকটি মুচকি হেসে সুন্দর একটি কথা বললেন ---
হ্যাঁ মানুষ হরিনাম করলেও মরে, না করলেও মরে। তবে কি জান! যারা হরিনাম করে তাদের মৃত্যু হয় একভাবে আর যারা হরিনাম করেনা তাদের মৃত্যু হয় আরেক ভাবে।
তখন অধার্মিক লোকটি বলছে তা কেমন!
ধার্মিক লোক বলল, শুনো তাহলে! কখনো বিড়ালের শাবক (বিড়াল ছানা/বাচ্চা) হতে দেখেছো? বিড়াল শাবকের জন্মের কয়েকদিন পর যখন স্থান (জায়গা) পরিবর্তন করে। তখন মুখে করে দাঁতে আটকে নিয়ে যায় ঠিকই। কিন্তু অতি যত্নে, স্নেহে, মমতা ও ভালবাসা সহকারে নিয়ে যায়। বিড়াল শাবকের শরীরের কোথাও কোনো আঘাত লাগে না।
আবার যখন ঐ বিড়ালই একই ভাবে কোনো ইঁদুরকে শিকার করে, তখনও মুখে করে দাঁতে আটকে, আঁচড়ে, রক্তাক্ত করে আঘাতে আঘাতে নিয়ে যায়।
তেমনি আমাদের মৃত্যুও এমন করেই হবে। যারা হরিনাম করবে তাদেরকে ভগবানে ঠিক বিড়াল শাবকের মতো মমতা ও ভালবাসার সহিত এই ভবসাগর হতে পার করে গোলকধামে নিয়ে যাবেন।
আর যারা হরিনাম বিমুখ, হরিনাম করবে না। যমদূত তাদেরকে ঐ ইঁদুরের মতো করে আঁচড়ে, আঘাতে, অধিক যন্ত্রনা দিয়ে এই ভবসাগর হতে নিয়ে গিয়ে নরকে ফেলবেন।
পরীক্ষিত মহারাজ ভাগ্যবান ছিলেন। তাই মৃত্যুর সাতদিন আগে জানতে পেরেছিলেন, আগামী সাতদিনের মধ্যে তাঁর মৃত্যু। তখন আর সময় নষ্ট না করে আগত মৃত্যুর সাতদিন ভাগবত আস্বাদন (শ্রবণ) করে, ভাগবতধামে ফিরে গিয়েছিলেন।
আর আমরা অধম কলির জীব মৃত্যু নামক রেলগাড়িটা কবে, কখন আসবে জানিনা। বলা তো যায় না আজ আছি, কাল নেই। নিশ্বাসের বিশ্বাসে নেই। তাই এখনও সময় আছে, যে যতটুকু পারি হরিনাম করি।
লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
হরে কৃষ্ণ

সনাতন ধর্ম সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-

 
আরো পড়ুন.....

আমাদের সমস্ত দুঃখের কারণ অজ্ঞনতা। সুতরাং জানতে হলে পড়তে হবে।

 

শ্রীমদ্ভগবদ্গীতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন


শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে  মানব জীবনের গুরুত্বপূর্ণ তত্ত্বজিজ্ঞাসা প্রশ্ন-উত্তরে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন

 একাদশী ব্রত পালনের তাৎপর্য ও নিয়মাবলি এবং বছরের সব একাদশির মাহাত্ম্য সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন

পূজা-পার্বনের তাৎপর্য ও মহিমা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

এখানে ক্লিক করুন

 

আরতি-উপসনা-প্রার্থনা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন



সনাতন পারমার্থিক জ্ঞান সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন

গুরুতত্ত্ব সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......

 এখানে ক্লিক করুন


অডিও ভিডিও ভজন-আরতি-নামকীর্তন শুনুন এবং ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করে...

 এখানে ক্লিক করুন


 
 
সনাতন ধর্ম সম্পর্কে নিজে জানুন অন্যকে জানার ‍সুযোগ করে দিতে অবশ্যই সকলকে শেয়ার করুন..........................................

 

 

 

Post a Comment

0 Comments