আধ্যাত্মিক ভিত্তি গঠন
ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ায়, আত্মা সমস্ত জড় উপাধি থেকে মুক্ত। আত্মার একটিই চাহিদা-ভালবাসার অনুভূতি। আধুনিক বিশ্বে অনৈতিক কার্যকলাপ এতটাই প্রভাব বিস্তার করছে যে, কোন ভাল মানুষ মুহুর্তের মধ্যেই অনৈতিকতার প্রলােভনে পড়ে খারাপ হয়ে যেতে পারে। এটা প্রতিনিয়ত ঘটছেই কারণ আমাদের জীবন একটা নড়বড়ে ভিত্তির উপর প্রতিষ্ঠিত। নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ে তােলা উচিত এবং সেই নৈতিকতার ভিত্তি হবে বিজ্ঞানভিত্তিক আধ্যাত্মিক সত্য; কোন ভাবপ্রবণতা, কুসংস্কারপূর্ণ ধর্মীয় গােড়ামী বা আচার অনুষ্ঠান নয়। চেতনার স্বরূপ এবং ভগবানের স্বরূপ উপলব্ধির মাধ্যমে আমরা আমাদের প্রয়ােজনীয় সবকিছুই অনুধাবন করতে পারব। ভগবানের অংশ হওয়ার কারণে আত্মার একটাই প্রয়ােজন-ভগবানকে ভালবাসা। কে ভালবাসতে চাই না? কে ভালবাসা পেতে চাই না? এই ধরণের কোন জীব জগতে নেই। সকলেই আনন্দের সন্ধান করছে কারণ আত্মার ধর্মই হচ্ছে, আনন্দময়ােহভ্যাসাৎ এবং পরম আনন্দ নিহিত রয়েছে ভালবাসায়।
যেহেতু আমাদের অস্তিত্ব অবিনশ্বর এবং ভগবানের সাথে আমাদের সম্পর্কও অবিনশ্বর, তাই আমরা এমন ভালবাসার সন্ধান করছি যা অবিনশ্বর। কিন্তু আমরা এই চিরন্তন। সত্যটিকে ভুলে গিয়ে মিথ্যা অহংকারের বশে ক্ষমতা, ধন- সম্পদ, ইন্দ্রিয়জাত এবং মানসিক ভােগ সুখের মধ্যে প্রকৃত ভালবাসার বিকল্প কিছুর সন্ধান করছি। কিন্তু অন্তরে আমরা শুধু হাহাকারই অনুভব করছি। যেহেতু হৃদয়ে আমাদের নিঃসঙ্গতাকাজ করছে, তাই প্রয়ােজন এক মজবুত আধ্যাত্মিক ভিত্তি। বৈজ্ঞানিক বিশ্বাসের ভিত্তিতে যখন আমাদের একটা সুদৃঢ় আধ্যাত্মিক ভিত্তি গড়ে উঠবে, তখন লোভে পড়েও আমরা কখনাে নৈতিকতার পথ থেকে বিচ্যুত হব না। সত্যরূপী স্থায়ী ভিত্তির উপর যদি আমাদের জীবন গড়ে না উঠে, তবে লােভের প্রবল ঝড় মুহুর্তেই আমাদের নৈতিকতাকে ভূপতিত করবেন।
সনাতন ধর্ম সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-
আরো পড়ুন.....
আমাদের সমস্ত দুঃখের কারণ অজ্ঞনতা। সুতরাং জানতে হলে পড়তে হবে।
শ্রীমদ্ভগবদ্গীতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে মানব জীবনের গুরুত্বপূর্ণ তত্ত্বজিজ্ঞাসা প্রশ্ন-উত্তরে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
একাদশী ব্রত পালনের তাৎপর্য ও নিয়মাবলি এবং বছরের সব একাদশির মাহাত্ম্য সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
পূজা-পার্বনের তাৎপর্য ও মহিমা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
আরতি-উপসনা-প্রার্থনা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
সনাতন পারমার্থিক জ্ঞান সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
গুরুতত্ত্ব সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
অডিও ভিডিও ভজন-আরতি-নামকীর্তন শুনুন এবং ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করে...
0 Comments