মহাভারতের কিছু বাণী
১। যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না।
২। চরিত্রের পরিক্ষা তখনই হয়, যখন অপরচিত কারো সংস্পর্শে আসা হয়।
৩। জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন।
৪ । সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়।
৫। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু
যে ব্যাক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে।
৬। সুগন্ধ, দুরগন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না।
৭। যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায়,
সেভাবে মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায়।
৮। পরিস্থিতিকে যদি নিজের অনূকুলে না আনতে পার,
তবে তাকে শত্রুর প্রতিকুল বানিয়ে ফেলো।
৯। যারা শত্রুর শত্রু হয়,
তাদের সাথে বন্ধুত্ব করতে হয়।
১০। যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে।
১১। অরন্যের লতা বৃক্ষের স্বরন নেয়,
তারপর সেই বৃক্ষকেই গ্রাস করে ফেলে।
১২। সমুদ্র হোক বা সংসার,
যে ধর্মের নৌকা প্রস্তুতকরে সে ঠিকই পার হয়ে যায়।
১৩। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে।
কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে।
১৪। আমি কোন জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে।
কিন্তু যে ব্যাক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনেকরেন।
আমি সয়ং নিজেকে তার অধিন বলেই ভাবি। ।
১৫। কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয়,,
কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয়
তখন আমি স্বাভাবিক ভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি।
সনাতন ধর্ম সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-
আরো পড়ুন.....
আমাদের সমস্ত দুঃখের কারণ অজ্ঞনতা। সুতরাং জানতে হলে পড়তে হবে।
শ্রীমদ্ভগবদ্গীতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে মানব জীবনের গুরুত্বপূর্ণ তত্ত্বজিজ্ঞাসা প্রশ্ন-উত্তরে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
একাদশী ব্রত পালনের তাৎপর্য ও নিয়মাবলি এবং বছরের সব একাদশির মাহাত্ম্য সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
পূজা-পার্বনের তাৎপর্য ও মহিমা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
আরতি-উপসনা-প্রার্থনা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
সনাতন পারমার্থিক জ্ঞান সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
গুরুতত্ত্ব সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
অডিও ভিডিও ভজন-আরতি-নামকীর্তন শুনুন এবং ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করে...
0 Comments