শ্রী অদ্বৈত আচার্য
শ্রী অদ্বৈত আচার্য(১৪৩৪-১৫৫৮) বৈষ্ণব দার্শনিক। শ্রীহট্ট (বর্তমান সিলেট) জেলার নবগ্রাম-লাউড় গ্রামে এক বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। অদ্বৈতাচার্য ছিলেন চৈতন্যদেবের সহচরদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। তাঁর পারিবারিক নাম কমলাক্ষ। একসময় তিনি নদীয়া জেলার শান্তিপুরে গমন করেন এবং সেখানকার বাবলা গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মাধবেন্দ্র পুরীর নিকট দীক্ষা লাভের পর তিনি ‘অদ্বৈতাচার্য’ উপাধি পান। মাধবেন্দ্র পুরী ছিলেন চৈতন্যদেবের পরম গুরু। শ্রীচৈতন্যের জন্মের পূর্বেই অদ্বৈতাচার্য পান্ডিত্য ও ভক্তির জন্য প্রসিদ্ধি লাভ করেন। তিনি ছিলেন নবদ্বীপের ভক্তদের পথপ্রদর্শনকারী।
অদ্বৈতাচার্য নিত্যানন্দের সঙ্গী হিসেবে চৈতন্যদেব প্রবর্তিত বৈষ্ণব মতবাদ প্রচারে অংশগ্রহণ করেন। তিনিই প্রথম আনুষ্ঠানিকভাবে নিমাই (শ্রীগৌরাঙ্গ)-কে স্বয়ং ভগবান মানেন। তিনি পুরীতে রথযাত্রার অনুষ্ঠানে চৈতন্যদেবের অবতারত্ব ঘোষণা করেন। ১৫১৩ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্য শান্তিপুরে আগমন করলে তিনি বিদ্যাপতির পদ গেয়ে তাঁকে সম্ভাষণ জানান। অদ্বৈতাচার্য শান্তিপুরে কৃষ্ণমূর্তি ‘মদনগোপাল’ প্রতিষ্ঠা করেন।
অদ্বৈতাচার্যের দু সহধর্মিনী: শ্রীদেবী ও সীতাদেবী। বিজয়কৃষ্ণ গোস্বামী অদ্বৈত পরিবারের বংশধর ছিলেন।
0 Comments